Micheal Felps

মাত্র ১৫ বছরের ফেল্পস রেকর্ড গড়েছিলেন আজকের দিনে

খেলা

Micheal Felps build a world record in US trials on 2001 at the age of 15

আজ ৩০ মার্চ। ২০০১ সালের আজকের দিনেই এক বিশ্বরেকর্ড গড়েছিলেন তৎকালীন বছর ১৫- র মাইকেল ফেল্পস। বাটারফ্লাই রেসের ট্রায়ালে তিনি তা সম্পূর্ণ করেছিলেন মাত্র ১মিনিট ৫৪.৯২সেকেন্ডে। তার আগে এই রেকর্ডের ধারক ছিলেন অলিম্পিকে স্বর্ণপদক জয়ী টম ম্যালচাও। যিনি এই মাত্র ১মিনিট ৫৫.১৮ সেকেন্ডে শেষ করেছিলেন এই রেস। এই ট্রায়াল হয়েছিল টেক্সাসের অস্টিনে। এই ট্রায়ালের পর গোটা বিশ্ব সাঁতারের এক নবজাগরণের আভাস পেয়েগেছিল। এই নবজাগরণের ধারক ও বাহক ছিলেন মাইকেল ফেল্পসই। এরপর অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে মোট ১৩টি স্বর্ণপদক জিতেছেন ফেল্পস। ২০০৮ সালের বেজিং অলিম্পিকেই জিতেছেন মোট ৮টি স্বর্ণপদক। সুইমিং পুলে তার বাটারফ্লাই স্ট্রোক যেন আলপনা এঁকে দিত দর্শকদের মননকোষে। অনুপ্রাণিত করেছেন ভবিষ্যৎ প্রজন্মের সাঁতারুদের।

Comments :0

Login to leave a comment