citizenship in Gujarat

ভোটমুখী গুজরাটে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের

জাতীয়

আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচন। যে কোনও দিন ভোট ঘোষণা হবে। ঠিক তার আগে প্রতিবেশী তিন দেশ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের ‘শরণার্থীদের’ নাগরিকত্ব দেওয়া হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সোমবার একটি চিঠি পাঠানো হয়েছে গুজরাটের মেহসানা এবং আনন্দ জেলার জেলা শাসকদের। চিঠিতে জানানো হয়েছে, গুজরাটের কিছু জেলায় পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা ওই অঞ্চলের ‘শরণার্থীদের’ ভারতীয় নাগরিকত্ব দিতে হবে। গুজরাটের কিছু জেলায় প্রতিবেশী তিন দেশ থেকে হিন্দু ছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। তাঁদের ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতীয় নাগরিকত্ব দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায়। আরো জানানো হয়েছে ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের সঙ্গে গুজরাটের এই নাগরিকত্ব প্রদানের কোনো সংযোগ নেই।

ভারতীয় নাগরিকত্বকে ধর্মীয় পরিচিতিতে বিভাজিত করে ২০১৯ সালের ডিসেম্বর মাসে বিরোধীদের প্রবল বাধা উপেক্ষা করেই লোকসভা ও রাজ্যসভায় বিল পাস হয়ে যায়। তারপর তা অনুমোদনের জন্য পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। তবে এখনও তা কার্যকর করা হয়নি। ২০১৯ সালে সিএএ পাশ হওয়ার পরই দেশ জুড়ে বিক্ষোভ প্রদর্শিত হয়েছিল। নাগরিকত্ব আইনে সংশোধনী বিলে বলা হয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের যাঁরা ২০১৪-র ৩১ ডিসেম্বর বা তার আগে ভারতে ঢুকেছেন তাঁরা অবৈধ অভিবাসী হিসাবে আর বিবেচিত হবেন না। তাঁরা ভারতীয় নাগরিকত্বের আবেদন করে নথিভুক্তি বা দেশিয়করণের মাধ্যমে নাগরিকত্ব পাবেন। বৈধ নথিপত্র ছাড়া এইরকম যাঁরা ভারতে রয়েছেন তাঁদের বিরুদ্ধে এ সংক্রান্ত মামলা থাকলে তা প্রত্যাহৃত হবে।

Comments :0

Login to leave a comment