On This Day 1986

জার্মানি তথা বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ার জন্মেছিলেন আজকের দিনে

খেলা

On This Day 1986 Manuel neuer was born

আজ ২৭ মার্চ। ১৯৮৬ সালের আজকের দিনে জন্মেছিলেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ার। ২৭ মার্চ ১৯৮৬তে গেলসেনকিরচেনে জন্ম ন্যয়ারের। ১৯৯১ থেকে ২০০৫ অব্দি নিজের যুব ক্যারিয়ার কাটিয়েছেন শালকেতে। ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত যথাক্রমে জার্মানির অনূর্ধ্ব ১৮ , অনূর্ধ্ব ১৯ , অনূর্ধ্ব ২০ , অনূর্ধ্ব ২১ পর্যন্ত খেলার পর সুযোগ পান সিনিয়র জাতীয় দলে। ২০০৫ এবং ২০১১ তে শালকের হয়ে জিতেছেন ডিএফবি পোকাল এবং ডিএফবি লিগাপোকাল । ২০১২ তে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর তার সাফল্যের শুরু। ২০১৩ থেকে ২০২৩ অব্দি মোট ১১ বার জার্মান বুন্দেসলিগা জিতেছেন ২০১৩ এবং ২০২০ তে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ৫বার ডিএফবি পোকাল জিতেছেন , ২০১৩ ও ২০২০ তে উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন মিউনিখ। ২০১৪ তে জিতেছেন বিশ্বকাপ। ব্যাক্তিগত পুরস্কারের মধ্যে পেয়েছেন মোট ৫ বার বেস্ট ইউরোপিয়ান গোলরক্ষকের পুরষ্কার। ফিফা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন গ্লাভস ( বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরষ্কার) জিতেছিলেন ২০১৪ তে। পরবর্তী প্রজন্মের গোলরক্ষকদের কাছে শিক্ষার এক জ্বলন্ত উদাহরণ এই ন্যয়ার । মূলত সুইপার কিপারের ভূমিকায় পালন করেন এই ন্যয়ার । আজ ৩৯ এ পা দিলেন এই বিশ্বসেরা গোলরক্ষক।

Comments :0

Login to leave a comment