Silent Campaign Gaza

ফোন বন্ধ রেখে গাজায় গণহত্যার প্রতিবাদ, সমর্থন পলিট ব্যুরোর

জাতীয়

গাজায় গণহত্যা জারি রেখেছে ইজরায়েল। সংঘর্ষ বিরতির আলোচনা বারবার ভেস্তেও দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিশ্বজুড়ে এবার ‘গাজার জন্য নীরবতা’ কর্মসূচির ডাক দিয়েছে প্রতিবাদী বিভিন্ন অংশ। এই কর্মসূচিকে সমর্থন জানালো সিপিআই(এম)।
শনিবার সিপিআই(এম) পলিট ব্যুরো বিবৃতিতে এই কর্মসূচিতে সমর্থন ঘোষণা করেছে। প্রতিদিন স্থানীয় সময় রাত ৯টা থেকে সাড়ে ৯টা মোবাইল বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে এই কর্মসূচিতে।
উল্লেখ্য, সংঘর্ষ বিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছে প্যালেস্তাইনের প্রতিরোধী সংগঠন হামাস। সংঘর্ষ বিরতির জন্য আলোচনায় বসার আগ্রহও জানিয়েছে এই সংগঠন। সেই সঙ্গে ত্রাণের নামে ডেকে এনে গাজার নিরস্ত্র জনতাকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে। এর আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে আগামী সপ্তাহে সংঘর্ষ বিরতির চুক্তি সই করতে পারে ইজরায়েলের নেতানিয়াহু সরকার এবং হামাস। 
শনিবারও গাজায় ৬৪ জনকে হত্যা করেছে ইজরায়েলের সেনা। তার মধ্যে ৯ জনকে হত্যা করা হয়েছে ত্রাণকেন্দ্রে সারিতে।     
পলিট ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে যে বিভিন্ন বহুজাতিক সংস্থা জনতার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে। তা থেকে মুনাফা তোলে। এদের অনেকে গাজায় ইজরায়েলের গণহত্যাকে মদত দিচ্ছে। মোবাইল খানিকক্ষণ বন্ধ রাখলে এই এই সংস্থাগুলির ধারাবাহিক নজরদারি ব্যাহত হয়। 
সিপিআই(এম)’র আবেদন, ডিজিটাল প্রতিরোধে এই আধ ঘন্টা ফোন বন্ধ রাখুন। সোশাল মিডিয়ায় এই আধ ঘন্টা কোনও পোস্ট, লাইক বা কমেন্ট বন্ধ রাখুন। ‘গাজার জন্য নীরবতা’ পালন কর্মসূচিতে যোগ দিয়ে সিপিআই(এম) প্যালেস্তাইনের জনতার পাশে দারড়ানো অবস্থান ফের দৃঢ় করেছে। সিপিআই(এম) বলেছে, গাজায় ইজরায়েলের যুদ্ধ অপরাধের বিরোধিতাকে বন্ধ করা যাবে না। নীরব প্রতিবাদে জোরালোভাবে সেই বার্তা দেওয়া সম্ভব।

Comments :0

Login to leave a comment