RG KAR convention

আর জি করে চলছে গণ-কনভেনশন (দেখুন লাইভ)

রাজ্য কলকাতা

আর জি করে শুরু হলো গণ-কনভেনশন। সমাজের বিভিন্ন অংশের মানুষ এই কনভেনশনে অংশ নিয়েছেন। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে গোটা রাজ্য উত্তাল। পথে নেমেছে নাগরিক সমাজ।

ধর্মতলায় ১৭ দিনের অনশন প্রত্যাহার করার সময় জুনিয়ার চিকিৎসকরা এই কনভেনশনের ডাক দিয়েছিলেন। সমাজের সব অংশের মানুষকে আবেদন জানিয়ে ছিলেন কনভেনশনে যোগ দেওয়ার জন্য।   

মূলত চারটি বিষয়কে সমানে রেখে চলছে এই কনভেনশন। অভয়ার ন্যায় বিচার। দ্বিতীয়, বিচার সংক্রান্ত সিবিআইয়ের রিপোর্ট। জুনিয়ার চিকিৎসকদের দাবি সিবিআই যেই প্রাথমিক চার্জশিট জমা দিয়েছে তাতে কলকাতা পুলিশের মতো সঞ্জয় রায়কেই অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। বাকি যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের নাম কেন নেই তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

তৃতীয়, তদন্ত প্রক্রিয়ায় কোর্টের দীর্ঘ সূত্রিতা। বর্তমানে আর জি কর মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকলেও একের পর এক শুনানি চলেছে। যা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন আন্দোলনরত চিকিৎসকরা।   

চতুর্থ থ্রেট কালচার। আর জি কর কাণ্ড সমানে আসার পর রাজ্য জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতে থাকা থ্রেট কালচার সামনে এসেছে। কনভেনশনে বক্তব্য রাখার সময় অনিকেত মাহাত বলেন, ‘‘আরজি কর যে ঘটনা ঘটেছে তার বিচারের দাবিতে এই গণ কনভেনশন। আরজি করের বুকে যে অচল আয়তন চলতো তা এই আন্দোলন ভেঙে ফেলতে পেরেছে। রাজ্য সরকার একটা থ্রেট কালচারের পক্ষ নিতে চাইছে।’’

আর জি কর হাসপাতালে যখন এই কনভেনশন চলছে তখন কলকাতা প্রেস ক্লাবে থ্রেট কালচারে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সাথে যুক্ত জুনিয়ার চিকিৎসকদের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। তাদের সেই কর্মসূচিকে কটাক্ষ করে দেবাশিষ হালদার বলেন, ‘‘আশীষ পান্ডে, সন্দীপ ঘোষ এর সাঙ্গপাঙ্গরা প্রেস বাইট দিচ্ছে। যারা থ্রেট কালচার চালাতো তাঁরা প্রেস ক্লাবে নতুন সংগঠন তৈরি করছে।’’

Comments :0

Login to leave a comment