Indian Premier League

৮উইকেটে জয় নাইটদের

খেলা

RR VS KKR IPL

গুয়াহাটিতে প্রথম ইনিংসে রাজস্থান করেছে মাত্র ১৫১ রান। উইকেট খুইয়েছে ৯টি। নাইটদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি যশস্বীরা। মইন আলি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীরা প্রত্যেকেই দুটি করে উইকেট নিয়েছেন। ম্যাচে সুনীল নারিনের অভাব ভালোমতই মিটিয়ে দিয়েছেন মইন আলি। সহজে লক্ষ্য তাড়া করতে দ্বিতীয় ইনিংসে নামবে কলকাতা নাইট রাইডার্স।

দ্বিতীয় ইনিংসে সহজ জয় পেলো কলকাতা নাইট রাইডার্স । ম্যাচে ৯৭রান করেন কুইন্টন ডি কক । তাকে যোগ্য সহায়তা করেন রঘুবংশী । নিজেদের দ্বিতীয় ম্যাচ থেকেই জয়ে ফিরল গতবারের চ্যাম্পিয়নরা । আর পিছন ফিরে তাকাতে চাননা রাহানেরা । তাদের পরবর্তী ম্যাচ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সদের বিরুদ্ধে।

Comments :0

Login to leave a comment