INDIA bloc against BJP

পাটনায় ইন্ডিয়া ব্লকের সমাবেশ

জাতীয়

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে রবিবার বিহারের রাজধানী পাটনায় ‘জন বিশ্বাস সমাবেশে’ যোগ দিতে পৌঁছেছেন, যা লোকসভা নির্বাচনের আগে বিরোধী ইন্ডিয়া ব্লকের শক্তি প্রদর্শন হিসাবে দেখা হচ্ছে।
লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) আয়োজিত এই সমাবেশে জাতীয় সভাপতি লালুপ্রসাদ যাদব, তাঁর পুত্র তেজস্বী যাদব, সিপিআই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও সেখানে পৌঁছেছেন। উপমুখ্যমন্ত্রীর পদ হারানো তেজস্বী যাদবের রাজ্যব্যাপী সফর ‘জন বিশ্বাস যাত্রা’র সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে ‘জন বিশ্বাস র‌্যালি’কে। ‘নকরি মতলব তেজস্বী (তেজস্বী মানে চাকরি)’ স্লোগানটি সমাবেশস্থল জুড়ে প্রতিধ্বনিত হয়।

Comments :0

Login to leave a comment