RAHUL RAEBARELI

রাহুল রায়বেরিলিতেই, ওয়েনাড়ে প্রিয়াঙ্কা

জাতীয়

প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী। ছবি সংগ্রহ থেকে।

রায়বেরিলির সাংসদই থাকবেন রাহুল গান্ধী। ছাড়বেন কেরালার ওয়েনাড় কেন্দ্রের সদস্য পদ। কেরালার এই কেন্দ্রে প্রার্থী হবেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। 
ওয়েনাড় না রায়বেরিলি, কোন কেন্দ্রের সাংসদ থাকবেন রাহুল তা নিয়ে আলোচনা চলছিল রাজনীতির সব মহলেই। এবারের লোকসভা ভোটে দুই কেন্দ্র থেকে লড়েছিলেন কংগ্রেসের এই নেতা। জয়ী হন দুই কেন্দ্র থেকেই। 
সোমবার রাতে কংগ্রেস জানিয়েছে রাহুল ওয়েনাড় থেকে ইস্তফা দেবেন। ফলে উপনির্বাচনে প্রার্থী হবেন প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবারের মধ্যেই এই সিদ্ধান্ত জানানোর কথা ছিল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন দলের শীর্ষ পর্যায়ে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। 
এই প্রথম নির্বাচনে লড়ছেন প্রিয়াঙ্কা। দলের বিভিন্ন স্তরে প্রস্তাব থাকলেও তাঁকে প্রার্থী করেনি কংগ্রেস। এবারের নির্বাচনেও প্রিয়াঙ্কা দেশের বিভিন্ন কেন্দ্রেই প্রচার চালিয়েছেন। বিশেষ করে, উত্তর প্রদেশের আমেথি ও রায়বেরিলিতে প্রায় টানা থেকে গিয়েছেন প্রচারে। আমেথি কেন্দ্র থেকে ২০১৯’র নির্বাচনে হেরে যান রাহুল গান্ধী। বিজেপি’র স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছিলেন তিনি। কিন্তু এবার কংগ্রেস জয়ী হয়েছে আমেথিতেও। দলের প্রার্থী কিশোরী লাল শর্মা দেড় লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছেন আমেথি থেকে। 


রায়বেরিলি থেকে এর আগে সাংসদ ছিলেন সোনিয়া গান্ধী। খাড়গে বলেছেন, ‘‘রায়বেরিলিতে কয়েক প্রজন্ম ধরে রাহুলের পরিবারের যোগাযোগ রয়েছে। কংগ্রেসের সমর্থকরাও মনে করছেন তাঁকে এই কেন্দ্রে সাংসদ রেখে দেওয়াই ঠিক।’’
সেই সঙ্গে খাড়গে বলেছেন, ‘‘ওয়েনাড়ের মানুষের থেকে অপুরন্ত ভালবাসা পেয়েছেন রাহুল। সেখানকার মানুষও তাঁকে তাঁদের কেন্দ্রের সাংসদ দেখতে চেয়েছিলেন। কিন্তু কোনও একজন দু’টি কেন্দ্রের সাংসদ থাকতে পারেন না। তাই একটি কেন্দ্র তাঁকে ছাড়তেই হলো।’’
রাহুল বলেছেন, ‘‘এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। প্রিয়াঙ্কা ওয়েনাড়ে লড়লেও আমি থাকব নিয়মিত। আমার বিশ্বাস প্রিয়াঙ্কাকে এই কেন্দ্রের মানুষ জয়ী করবেন।’’

Comments :0

Login to leave a comment