রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালরাজ বিরাজ করছে, সরোজমিনে পরিদর্শন করে অকপটে স্বীকার করে নিলেন বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যাণ্ডিং কমিটির সদস্যরা। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালের উপদ্রব নিয়ে সচেতন বার্তা বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির। স্টযাণ্ডিং কমিটির নজরে এসেছে চিকিৎসকদের উপস্থিতির হার কম নিয়েও। স্টাণ্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি, খগেন্দ্রনাথ মাহাতো, গৌরীশঙ্কর বোস ছাড়াও কালিয়াগঞ্জ, রায়গঞ্জের বিধায়করা। এই দালালরাজ নিয়ে গণশক্তিতে খবর বেরিয়েছে। প্রশাসন ছিল দর্শকের ভূমিকায়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মল মাঝির বক্তব্য ৩ বছরে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পরিকাঠামো আশাপ্রদ হয়েছে। তবে দালালরাজ বন্ধ করার চেষ্টা করতে হবে। কালিয়াগঞ্জ, রায়গঞ্জ হাসপাতাল পরিদর্শন শেষে জেলা প্রশাসনের সঙ্গে সভা করে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন প্রতিনিধিরা। তবে স্টাণ্ডিং কমিটির প্রতিনিধিদের পরিদর্শনে এসে স্পষ্ট বার্তা ‘আসি যাই মাইনে পাই’ এই মনোভাব কাটাতে হবে।
Raiganj Medical
রায়গঞ্জ মেডিক্যালে দালালরাজ চলছে, স্বীকার করল স্ট্যাণ্ডিং কমিটি

×
Comments :0