প্রথম ইনিংসে সানরাইজার্স হায়দরাবাদকে ১৯০ রানের নাগপাশে জড়াতে সক্ষম হয়েছে লখনউ সুপার জায়ান্ট। ২৮ বলে ৪৭ করেছেন ট্রাভিস হেড। নীতিশ রেড্ডি করেছেন ৩২ রান। শার্দুল ঠাকুর নিয়েছেন ৩টি উইকেট। আবেশ খান ১টি। দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ্দের লক্ষ্য ১৯১ রান।
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে জয়ী লখনৌ সুপার জায়ান্টস। এই ম্যাচে চেনা ছন্দে খেলতে দেখা যায়নি হায়দরাবাদকে। সুপার জায়ান্টের হয়ে নিকোলাস পুরান করেন ৭০ রান। মিচেল মার্শ করেন ৫২ রান। প্যাট কামিংস ২টি এবং শামি ১টি উইকেট নিলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিলনা।
Comments :0