SFI DYFI Call

ভাগাভাগি রুখে শিক্ষা, কাজের দাবিই তুলবে ছাত্র-যুবরা: ঘোষণা সমাবেশে

রাজ্য কলকাতা

সমাবেশে মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি।

প্রতীম দে ও সৌরভ গোস্বামী

আদানি আম্বানিদের হাতে রাজ্যের শিক্ষাকে তুলে দেওয়া যাবে না। কাজের দাবিকে ভুলিয়ে দেওয়া যাবে না। মানুষে মানুষে ভাগাভাগির যত চেষ্টাই হোক, প্রতিরোধ করবে এরাজ্যের ছাত্র-যুবরা।

শুক্রবার ধর্মতলায় সমাবেশ থেকে এই ঘোষণা করেছে এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃবৃন্দ। সভার সভাপতি বিকাশ ঝা বলেছেন, ‘‘প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্লোগান দিয়েছিলেন কৃষি ভিত্তি শিল্প ভবিষ্যত। বামফ্রন্ট সরকার শিক্ষা থেকে শিল্পে এগনোর দিকে চলেছিল। এই তৃণমূলের শাসনে কোনও শিল্প তৈরি হয়নি। মানুষে মানুষে ভাগ করছে বিজেপি তৃণমূল।’’ 

এসএফআই নেতা আতিফ নিসার বলেছেন, ‘‘এই রাজ্যে টাকার খেলা চলছে। সংসদ নির্বাচন হোক। আমরা তৈরি তৃণমূলের গুন্ডাদের ক্যাম্পাস থেকে তাড়াতে।’’ 

ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা বলেছেন, ‘‘গোটা বাংলার কর্মসংস্থানের দাবিতে লড়াই চলছেচলবেরাজ্য জুড়ে পদযাত্রা করবে ছাত্র যুবরা। কাজের দাবিতে শিক্ষার দাবিতে ব্রিগেড হবে।’’

এসএফআই রাজ্য সভাপতি প্রতিকুর রহমান বলেছেন, ‘‘যত বাধা দেবেন ততো সভা হবে। জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে শিক্ষাকে শেষ করে দিচ্ছে। আদানি আম্বানির হাতে শিক্ষা তুলে দিতে ক্যাম্পাস ক্যাম্পাসে দাঙ্গার পরিবেশ তৈরি করছে।’’ 

বক্তব্য রাখবেন ডিওয়াইএফআইএর’র সভাপতি মীনাক্ষী মুখার্জি এবং সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও।

ছবি: মনোজ আচার্য 

Comments :0

Login to leave a comment