RG Kar Attack TMC

আর জি করে পুলিশ -তৃণমূলের হামলা, ভাঙচুর

রাজ্য

ভাঙচুর নার্সদের ঘরেও। ঘটনাস্থলের ভিডিও থেকে স্ক্রিনশট।

পুলিশ এবং তৃণমূলের নজিরবিহীন যৌথ তান্ডবের সাক্ষী থাকল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। প্রথমে আরজি কর হাসপাতাল সংলগ্ন খালপাড় এলাকার কুখ্যাত তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দিয়ে পুলিশের উপর ইট বৃষ্টি করানো হয়। হাসপাতালে ঢুকে যথেচ্ছ ভাঙচুর চালায় এই বাহিনী। তারপর আসরে নামে পুলিশ। হাসপাতালের উল্টোদিকে থাকা বামপন্থী ছাত্র যুব মহিলাদের অবস্থান মঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের সামনের রাস্তা রণক্ষেত্র। টিয়ার গ্যাসের ধোঁয়ায় দৃষ্টি ঝাপসা। পুলিশ দাগী দুষ্কৃতি ধরার মত করে আশেপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে বামপন্থী ছাত্র যুব ও মহিলা কর্মীদের গ্রেপ্তার করার জন্য। 

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের সামনে থেকে নির্যাতিতা চিকিৎসকের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিশাল মিছিল হয়। জনস্রোত আছড়ে পড়ে রাজপথে। ছাত্র যুব মহিলাদের ডাকে সেই মিছিল হাসপাতাল চত্ত্বর ছেড়ে শ্যামবাজারের দিকে এগিয়ে যাওয়ার পরেই তৃণমূলের হামলা শুরু হয়। হাসপাতালের ভিতরে থাকা সাংবাদিকরা যাতে ঘটনার ছবি কিংবা ভিডিও সামনে আনতে না পারেন, তাই তাদের উপরেও হামলা হয়।প্রাণ বাঁচাতে লুকোতে বাধ্য হন তারা। যদিও তারমধ্যেই হামলাকারীদের ভিডিও তারা করেছেন। সেখানে স্পষ্ট দেখা গিয়েছে, আন্দোলনের সঙ্গে সম্পর্ক নেই, এমন লোকজন পুলিশের প্রশ্রয়ে তাণ্ডব চালাচ্ছে হাসপাতাল জুড়ে। খালপাড় লাগোয়া হাসপাতালের পাঁচিল টপকে তৃণমূলী বাহিনীর ভিতরে ঢোকার ছবিও ইতিমধ্যেই ক্যামেরাবন্দী হয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে।

এদিন মধ্যরাতে বিচারের দাবি পথে নেমেছে কলকাতা সহ গোটা রাজ্য। তথাকথিত তৃণমূলের আশ্রয়ে থাকা ক্লাব সংগঠনগুলিও বিচারের দাবিতে পথে নেমেছে। বেহালা সখেরবাজার, যাদবপুর ৮বি সহ শহরের বিভিন্ন প্রান্ত সাক্ষী থেকেছে জন বিস্ফোরণের। তীব্র গণ আক্রোশের আঁচ পেয়ে তৃণমূল চেষ্টা শুরু করেছে আন্দোলনকারীদের, বিশেষত বামপন্থীদের হেয় প্রতিপন্ন করা। কুণাল ঘোষের মত তৃণমূল নেতারা শুরু থেকেই প্ররোচনা ছড়িয়েছেন। সেই ব্লু প্রিন্টের অঙ্গ হিসেবেই এই রাতের হামলা বলে মনে করা হচ্ছে।

Comments :0

Login to leave a comment