ওড়িশা উপকূলে দানার ল্যান্ডফলের পর বিমান পরিষেবা এবং ট্রেন পরিষেবা চালু হয়েছে রাজ্যে। এদিন সকাল ৮:৪০ থেকে কলকাতা বিমান বন্দরে শুরু হয়েছে বিমান চলাচল। ঘূর্ণিঝড়ের কারণে বৃহস্পতিবার থেকে বন্ধ ছিল বিমান পরিষেবা। রাত ৮টা থেকে বন্ধ ছিল শিয়ালদহ দক্ষিণ এবং উত্তর শাখায় ট্রেন চলাচল। বিমান বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গুয়াহাটির উদ্দেশ্যে শেষ বিমান ছাড়া হয় কলকাতা থেকে। ঝড়ের জন্য কোন ক্ষয় ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। অন্যদিকে এদিন সকাল ১০ টা থেকে শুরু হয় ট্রেন পরিষেবা।
Trains, air services
ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে ট্রেন, বিমান পরিষেবা
×
Comments :0