উৎসবে অনুভবে
কবিতা
খুকুর বিস্ময়
ভবানীশংকর চক্রবর্তী
নতুনপাতা
২৯ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩
ঢ্যাম কুড় কুড় ঢ্যাম কুড় কুড় পড়ল কাঠি ঢাকে
নতুন সাজে সেজে খুকু দেখতে যাবে মাকে
দশ হাতে দশ অস্ত্র নিয়ে যুদ্ধে এল মা
মায়ের এমন বেশ কেন যে বুঝে পেল না
ঠাম্মি বলে মারেন অসুর দশ অস্ত্র দিয়ে
দাদু বলে রক্ষা করেন দশখানি হাত নিয়ে
মা বলে শত্রু মারতে হলেন দশভুজা
তাইতো এমন রূপে মায়ের করছে সবাই পূজা
আদর করে বলে বাবা দেবীর মতো হয়ে
জীবন যুদ্ধে হবে জয়ী স্ববলে নির্ভয়ে
বাবার কথা শুনে খুকুর দুচোখে বিস্ময়
ভেবে না পায় কী করে সে যুদ্ধ করবে জয়
Comments :0