পথ দুর্ঘটনায় আহত স্বামীর মৃত্যুর খবর শুনে হাসপাতালে দেখতে এসে বেপাত্তা হয়ে যান স্ত্রী। পরেরদিন সকালে হাসপাতাল থেকে এক কিলোমিটার দূরে ঝুলন্ত অবস্থায় স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম টিঙ্কু প্রসাদ(২৫) ও রিম্পা প্রসাদ(২২)। বাড়ি হাওড়ার বাগনান থানার চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েতের কানাইপুর গ্রামে। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে রিম্পার সাথে প্রেম করে বিয়ে হয় টিঙ্কুর। টিঙ্কু পেশায় ছিলেন ইলেকট্রিক মিস্ত্রি। সোমবার টিঙ্কু বাইকে চেপে বন্ধুদের সঙ্গে কোলাঘাটের নামকরা একটা রেস্টুরেন্টে খেতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে দেউলটির কাছে দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে ও পরে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে সোমবার রাতেই টিঙ্কুর স্ত্রী রিম্পা তাঁকে হাসপাতালে দেখতে আসেন। হাসপাতালে দেখতে এসে টিঙ্কুর মৃত্যুর খবর পায় সে। এরপর সে তাঁর আত্মীয়-স্বজনের চোখ এড়িয়ে বেপাত্তা হয়ে যায়। পরে মঙ্গলবার সকালে উলুবেড়িয়া থানা এলাকার ডোমপাড়া থেকে রিম্পার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে উলুবেড়িয়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয় রিম্পা। মঙ্গলবার সকালে এলাকায় গিয়ে দেখা গেল গোটা বাড়িতে কান্নার রোল। টিঙ্কু প্রসাদের মা অষ্ট প্রসাদ জানান, ‘‘সোমবার বিকালে ছেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। বৌমা বাড়িতেই ছিল। ছেলের দুর্ঘটনার খবর পাওয়ার পর বৌমা বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে বাড়ি ফেরেনি। ভেবেছিলাম ছেলের কাছে আছে। আজ সকালে শুনলাম বৌমা আত্মঘাতী হয়েছে। দুজনে ভালোবাসা করে বিয়ে করেছিল তাই কেউ কাউকে ছাড়েনি।’’
Howrah Bagnan
স্বামীর মৃত্যুর খবর শুনে আত্মঘাতী স্ত্রী

×
Comments :0