মণিপুরের থৌবাল জেলায় কুকি-জোমি সম্প্রদায়ের দুই মহিলাকে নগ্ন করে যৌন হেনস্থা করার সময় ওই দু’জন মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে বসতে গেলে পুলিশ তাঁদের বলেন ‘চাবি নেই’ অতএব গাড়ি চলবে না এবং দুই মহিলাকে রক্ষা করাও সম্ভব না গাড়ি চালিয়ে।
পুলিশের জিপসিতে আরও দুজন পুরুষ বসা ছিলেন। অভিযোগপত্রে বলা হয়েছে, এরপর উপস্থিত সব পুলিশ সদস্য ঘটনাস্থল ত্যাগ করলে বিপুল সংখ্যক জনতা গাড়ির ভেতর থেকে নির্যাতিতাদের বের করে আনে।
সিবিআই তদন্তে উঠে এসেছে, গত ৩ মে চূড়াচাঁদপুরে এই হিংসাত্মক ঘটনা ঘটে। অক্টোবরে গুয়াহাটির বিশেষ আদালতে ছয়জন ব্যক্তি ও এক নাবালকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
ডিজিপি (মণিপুর) রাজীব সিং জানিয়েছেন, ‘‘ইতিমধ্যেই পুলিশকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে’’। তাঁদের বিরুদ্ধে কোনও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘আমরা এই মামলার তদন্ত করছি না, সিবিআই তদন্ত করছে’’।
Comments :0