Mohun Bagan Super Gaint

মোহনবাগানে আপুইয়া

খেলা

পাঁচ বছরের জন্য মোহনবাগানের সাথে চুক্তিবদ্ধ হলেন ভারতীয় জাতীয় দলের তরুণ ফুটবলার আপুইয়া। লালেংমাউইয়া রালতে আপুইয়া নামেই বেশি পরিচিত। 
এই মিজ ফুটবলার মুম্বাই সিটি এফসি থেকে মোহনবাগানে যোগ দিয়েছেন। মুম্বাইয়ের সাথে তার চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে নিয়েছে মোহনবাগান। মঙ্গলবার কলকাতায় এসে চুক্তিপত্রে সই করে গিয়েছেন তিনি। 
গত আইএসএল ফাইনালে ২৫ বছর বয়সী এই ফুটবলার মুম্বাইয়ের জয় রাস্তা অনেকটাই সহজ করে দিয়েছিল। নতুন মরসুমে তাকে দলে পেতে প্রথম থেকেই ঝাঁপিয়ে ছিল মোহনবাগান।
লিস্টন কোলাসো, মনবীর সিংহ, সাহাল আব্দুল সামাদ, বিশাল কায়েত, আনোয়ার আলি, শুভাশিষ বসুর মতো ভারতীয় ফুটবলের একাধিক দলের সদস্যদের সাথে এবার মাঠে নামবেন আপুইয়া।

Comments :0

Login to leave a comment