bangladesh court orders seizure of shakib al hasan's assets

ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালত

খেলা

bangladesh court orders seizure of shakib al hasansassets

মীর আফরোজ জামান ঢাকা ২৪ মার্চ : আইএফআইসি ব্যাংকের চার কোটি ১৫ লাখ টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।
গত ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ ৪ জনের বিরুদ্ধে এ মামলা করেন। ওইদিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন। সাকিব আল হাসান ছাড়াও মামলার অপর আসামিরা হলেন- সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।
পরবর্তীতে আসামি ইমদাদুল হক ও মালাইকা বেগম আদালতে হাজিরা দিলেও অন্যরা হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সবশেষ সোমবার এ মামলায় সাকিবকে গ্রেপ্তারে পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন আসামি পলাতক থাকায় বাদীপক্ষ তার সম্পদ ক্রোক করার আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে সাকিব আল হাসানের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। তবে চেক উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। দুটি চেকের অর্থের পরিমাণ প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা |

Comments :0

Login to leave a comment