Bankura Student

আমেরিকায় মহাকাশ গবেষণার কর্মশালায় বাঁকুড়ার অয়ন!

রাজ্য

বাঁকুড়ার ছাতনা থানার কমলপুর গ্রামের বাসিন্দা দ্বাদশ শ্রেণির অয়ন দেঘরিয়া এবার ইন্টার ন্যাশানাল এয়ার এন্ড স্পেস প্রোগ্রামে যাচ্ছে। আমেরিকার আলাবামা ইউনিভার্সিটি থেকে এই আমন্ত্রণ পত্র সে পেয়েছে। সেখানকার ইউনাইটেড স্পেস অ্যান্ড রকেট সেন্টারে পাঁচদিন ব্যাপী এই অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের পাঁচদিন পার হলে প্রোজেক্ট জমা দেবে ছাত্রছাত্রীরা। নির্বাচিত প্রোজেক্ট মহাকাশ গবেষণার প্রকল্পে সরাসরি পাঠানো হবে। 

ভারত থেকে একমাত্র বাঁকুড়ার অয়ন দেঘরিয়া। অয়ন বদ্ধপরিকর যে সর্বোচ্চ জায়গায় তাঁর কাজ নিয়ে যাবে। অয়ন বাঁকুড়ার ডি এ ভি স্কুলে পড়াশোনা করে। তার মা শ্রীতা দেঘরিয়া জানান, ‘‘খুব ছোট থেকেই অয়নের মহাকাশ নিয়ে আগ্রহ বেশি। কোভিডের সময় সে এই বিষয়টি নিয়ে আরও গভীরে গিয়ে পড়াশোনা করে। তার মা আরও জানান, অয়নের বাবা একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। তিনি গৃহবধূ। আমেরিকায় যাওয়ার মতো অর্থ তাঁদের নেই। তিনি জানান, কোনও আর্থিক সহায়তা পেলে অয়ন যেতে পারে এই মহাকাশ গবেষণার কর্মশালায়। 

Comments :0

Login to leave a comment