ইংরেজি নতুন বছরের প্রথম দিন কোচবিহারে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে গেল বনভোজনের উদ্দেশ্যে রওনা হওয়া একটি যাত্রী বোঝাই বাস। বুধবার সাতসকালে কোচবিহার ২নং ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের কালপানি এলাকায় এই ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রাই।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে কোচবিহার ১নং ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে গরুবাথান পিকনিক স্পটের উদ্দেশ্যে রওনা দেয় এই বাসটি। স্কুল পড়ুয়া সহ প্রায় ৬০জন যাত্রী ছিলেন বাসটিতে। এদিন কুয়াশাচ্ছন্ন সকালে এই কালপানি এলাকার একটি কালভার্ট পার হতে গিয়ে পাশের নয়ানজুলিতে উলটে যায় বাসটি। স্থানীয়রাই প্রাথমিক ভাবে হাত লাগান উদ্ধার কাজে। আহত প্রায় ১০জন। এদের কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।
স্থানীয়রা জানান, সংশ্লিষ্ট এই কালভার্টটি প্রশস্ত না হওয়ার কারণে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে এই জায়গায়। রাস্তা সংস্কার হলেও কালভার সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাদের।
Coochbehar
কোচবিহারে নয়নজুলিতে বাস পড়ে আহত অন্তত ১০
×
Comments :0