CHANDRAYAN-3

চন্দ্রযান-৩ অভিযানে অংশ নেওয়া তিন বিজ্ঞানীকে সংবর্ধনা

রাজ্য জেলা

CHANDRAYAN-3

চন্দ্রযান-৩ অভিযানে অংশ নেওয়া উত্তরপাড়ার বাসিন্দা তিন বিজ্ঞানীকে সংবর্ধনা দিলেন উত্তরপাড়ার প্রগতিশীল নাগরিক সংগঠন, বিজ্ঞানমঞ্চ, পিআরসি সহ একাধিক সংগঠন। 

এদিন বিশিষ্ট বিজ্ঞানী জয়ন্ত রাহা’কে শ্রদ্ধা জানান নাগরিক কমিটির সভাপতি দেবীপ্রসাদ বসু রায়। বিজ্ঞানী নেহা কাপুরের হয়ে স্মারক গ্রহণ করেন রাজীব কাপুর। রাজীব কাপুরের হাতে স্মারক তুলে দেন বিশিষ্ট চিকিৎসক কৌশিক মুন্সি। সুমিতেশ সরকারের ভাগ্নে সুদিপ্ত বসুর হাতে স্মারক তুলে দেন গৌতম পাল। ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা জানানো হয় তাঁদের। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তরপাড়া শাখার পক্ষ থেকেও কৃতি বিজ্ঞানীদের শ্রদ্ধা জানানো হয়। 

গণতান্ত্রিক নাগরিক কমিটি উত্তরপাড়া, পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের অন্বেষা বিজ্ঞানকেন্দ্র ও পিআরসি উত্তরপাড়া কোতরং ব্রাঞ্চের যৌথ উদ্যোগে এই কর্মসূচী হয়। 

প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট বিজ্ঞানী জয়ন্ত রাহা, বিজ্ঞানী নেহা কাপুরের বাবা রাজীব কাপুর, বিজ্ঞানী সুমিতেশ সরকারের ভাগ্নে সুদিপ্ত বসু বিশিষ্ট চিকিৎসক কৌশিক মুন্সি, দেবীপ্রসাদ বসু রায়, গৌতম পাল প্রমুখরা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন আপ্তদূতি দাশগুপ্ত।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক সমিতি ও পিআরসি‘র সম্পাদক সলিল দত্ত, অন্বেষা বিজ্ঞানকেন্দ্রের সম্পাদক অমিত মুখার্জী প্রমুখ। 

ডঃ কৌশিক মুন্সি, দেবীপ্রসাদ বসু রায়, গৌতম পাল কে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী সভা পরিচালনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংবর্ত তরফদার।

Comments :0

Login to leave a comment