গণনার পর্বে রায় লুট ঠেকাতে সক্রিয় থাকতে হবে নির্বাচন কমিশনকে। গণনা ৪ জুন। তার আগের দিন, সোমবার, কমিশনের সিইও’র দপ্তরে যাচ্ছে সিপিআই(এম)’র প্রতিনিধিদল। পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে থাকবেন প্রার্থীরা।
ষষ্ঠ ও সপ্তম দফার ভোটে কমিশনের নীরবতায় তীব্র ক্ষোভ জানিয়েছে সিপিআই(এম)। রবিবার সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘এ রাজ্যে গণতন্ত্রের ওপর হামলা সারা নিত্য সত্যের মতো হয়ে যাচ্ছে। ভোট দেওয়ার আগে হামলা করা, ভোটের দিন বাধা দেওয়া তো আছেই। এমনকি ভোট মিটে গেলেও কাউকে পোলিং এজেন্ট হওয়ার জন্য, কাউকে ভোট দিতে যাওয়ার জন্য আক্রমণ হবে। তা ছাড়া ছাপ্পা তো আছেই। এবার কাউন্টিং এজেন্ট না হওয়ার জন্য হুমকি চলছে। চূড়ান্ত গণতন্ত্র বিরোধী কার্যকলাপ চলছে রাজ্যে।’’
রবিবারই রানাঘাটে মাটিকুমড়া এলাকায় সিপিআই(এম) কর্মী অপূর্ব মজুমদারকে আক্রমণ করে তৃণমূলের কিছু দুষ্কৃতী। তাঁকে রানাঘাট আনুলিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়েছেন রানাঘাটে সিপিআই(এম) প্রার্থী অলকেশ দাশ সহ পার্টি নেতৃবৃন্দ।
পঞ্চায়েতে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা দেখেছেন রাজ্যবাসী। ভোটের সময় তো বটেই, গণনা কেন্দ্রেও হয়েছে রায় লুট। সে কথা মনে করিয়ে শনিবারই সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘‘ষষ্ঠ এবং সপ্তম দফার অভিজ্ঞতা এ রাজ্যে কন্দ্রীয় নির্বাচন কমিশনকে রাজ্যের নির্বাচন কমিশনের তুলনীয় করে তুলেছে। পঞ্চায়েতের মতো করে হচ্ছে লোকসভা ভোট। আর কমিশনের সঙ্গে চোখ বুঁজে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপি-তৃণমূল সেটিং একেবারে স্পষ্ট।’’
ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট বাতিলের দাবিও তুলেছে সিপিআই(এম)। সোমবার সিইও’র সঙ্গে বৈঠকে নির্বাচন পর্যায়ের অভিজ্ঞতা সংক্ষেপে তুলবে সিপিআই(এম)। এবার গণনার দিন কাউন্টিং এজেন্টদের জন্য সঠিক ব্যবস্থা থেকে প্রক্রিয়া যাতে নিয়ম মেনে হয়, তার জন্যও সরব হবে প্রতিনিধিদল। সপ্তম দফায় সিপিআই(এম)’র অন্তত ৩২ কর্মী আহত হয়েছেন। তার মদ্যে মহিলা এবং বৃদ্ধরাও রয়েছেন।
সংবাদমাধ্যমের প্রশ্নে রবিবার চক্রবর্তী বলেছেন, ‘‘ডায়মন্ড হারবারে কোনও ভোট হয়নি। যাদবপুরে হামলা, দমদমে নির্বাচনের আগের দিন আক্রমণ করেছে। আমাদের সারা রাত কার্যত ঘুরে বেড়াতে হয়েছে।’’
দমদম কেন্দ্রে প্রার্থী ছিলেন চক্রবর্তী। শনিবার সপ্তম দফার ভোটে দমদম, যাদবপুরের মতো একাধিক কেন্দ্রে হামলা চালায় তৃণমূল। চক্রবর্তী বলেছেন, ‘‘গণনা কেন্দ্রে গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী নিয়ম মেনেই বেনিয়ম রুখতে সতর্ক থাকা হবে। তৃণমূল নিজে ভয় পেয়েছে। তাই ভয় দেখাতে চাইছে।’’
বুথ ফেরত সমীক্ষা সংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন, ‘‘এর আগেও বিভিন্ন সময় মেলেনি। তৃণমূল এবং বিজেপি’র বিরুদ্ধে যে ক্ষোভ দেখা গিয়েছে জমিতে তার প্রতিফলন সমীক্ষায় নেই।’’
CPI(M) COUNTING EC
গণনায় লুট ঠেকাতে কাল কমিশনে সিপিআই(এম)
×
Comments :0