ওড়িশার পারাদ্বীপের ৭৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে নিম্নচাপ। সাগরদ্বীপের ৭৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে রয়েছে নিম্নচাপটি। বুধবার সকালে নিম্নচাপটি শক্তিশালি একটি ঘূর্ণিঝড়ে পরিনত হবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। কলকাতা, দুই ২৪ পরগান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া এবং হুগলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
মৌসম ভবনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালের মধ্যে পুরী এবং সাগরদ্বীপের যে কোন একটা অংশ প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। ইতিমধ্যে মৎসজীবীদের সমুদ্রে না যাওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামীকাল অর্থাৎ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা, দুই মেদিনীপুর, দুই পরগানয়।
বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে।
শুক্রবার উপকুলবর্তী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে।
Cyclone Dana
সাগরদ্বীপ থেকে ৭৭০ কিলোমিটার দুরে রয়েছে নিম্নচাপ
×
Comments :0