ডিওয়াইএফআই’র রাজ্য সম্মেলনের দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল গুন্ডা বাহিনীর হাতে ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য হাসমত শেখের আক্রান্ত হবার ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল করলো যুবরা। ডিওয়াইএফআই দার্জিলিঙ জেলা কমিটির পক্ষে বুধবার বিকেলে হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ছিলেন সংগঠনের দার্জিলিঙ জেলা কমিটির সম্পাদক সাগর শর্মা, যুব নেতা অভিজিৎ চন্দ, আবু মান্নান, দীপঙ্কর সমাদ্দার, শাশ্বতী সাহা, গোপাল পাল সহ অন্যান্যরা।
Comments :0