Kerala

কেরালার মন্দিরে বাজি বিস্ফোরণ, আহত ১৫৪

জাতীয়

ভারতের কেরালার কাসারগড় জেলার একটি মন্দিরে আতশবাজি দুর্ঘটনায় অন্তত ১৫৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে আটজনের আঘাত গুরুতর বলে মঙ্গলবার (২৯ অক্টোবর) জানিয়েছে পুলিশ।
সোমবার মধ্যরাতের ঠিক পরে নীলেশ্বরমের আঞ্জুতাম্বালাম বীরেরকাভু মন্দিরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যখন ঐতিহ্যবাহী থেইয়াম উৎসবের জন্য মন্দিরে ১৫০০ জনেরও বেশি লোক জড়ো হয়েছিল।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পটকা থেকে ছিটকে একটি ঘরে মজুত করে রাখা আতশবাজির বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।
এদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৭ জন। সব মিলিয়ে আগুন ও পদপিষ্ট হয়ে আহত হয়েছেন ১৫৪ জন।
মন্দির কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে শেষ হওয়া উৎসবের জন্য প্রায় ২৫,০০০ টাকার ছোট তীব্রতার আতশবাজি জড়ো করেছিল।
ঘটনার সময় মন্দিরের ভিতরে উপস্থিত এক তরুণী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন, তিনি জানিয়েছেন, ‘‘পটকা থেকে স্ফুলিঙ্গ একটি ঘরে পড়ে যাওয়ার পরে এই দুর্ঘটনা ঘটে যেখানে অন্যান্য আতশবাজি সংরক্ষণ করা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই পালিয়ে বেড়াচ্ছিলাম। আমি এবং আরও কয়েকজন পড়ে যাই এবং আহত হই। আমার বোন অক্ষত অবস্থায় বেঁচে গেছে’’।
মন্দির কমিটির দুই সদস্যকে হেফাজতে নেওয়া হয়েছে এবং স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর, বাজি ফাটানোর জন্য যে বাধ্যতামূলক লাইসেন্স দরকার তা নেয়নি মন্দির কর্তৃপক্ষ।

Comments :0

Login to leave a comment