রাজ্যের আরও পাঁচ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দবোস। রাজভবন সূত্রে খবর মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হয়েছেন অচিন্ত সাহা। মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বিবি পারিদা। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হয়েছেন নিখিল চন্দ্র রায়। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হয়েছেন রথীন বন্ধ্যোপাধ্যায়। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য দিলীপ মাইতি।
এর আগে সার্চ কমিটি গঠন না করেই প্রেসিডেন্সি, বর্ধমান সহ রাজ্যের সাতটি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাত তৈরি হয়েছে। তৃণমূল সরকারের শাসনে একাধিক বিশ্ববিদ্যালয়ে কোন উপাচার্য নেই। বিশ্ববিদ্যালয় গুলোর প্রশাসনিক কাজ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্থ হচ্ছে। রাজ্য সরকার এর আগে সার্চ কমিটি না করেই একাধিক বিশ্ববিদ্যালয়ের নিজেদের ঘনিষ্টদের উপাচার্য করে বসিয়ে ক্ষমতা কায়েম করতে চেয়েছে বিশ্ববিদ্যালয়ের ওপর। অন্যদিকে রাজ্যপাল কোন সার্চ কমিটি গঠন না করেই একের পর এক উপাচার্য নিয়োগ করে চলেছে।
রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। শিক্ষক মহলের একাংশ মনে করছে শিক্ষার মান কি ভাবে উন্নতি করতে পারে সেই বিষয় কোন আলোচনা বা ভাবনার দিকে না গিয়ে কার হাতে ক্ষমতা থাকবে তার জন্য একে অপরের দিকে আঙুল তুলছে রাজ্য এবং রাজভবন।
উল্লেখ্য গত বছর রাজ্য বিধানসভায় তৃণমূল সরকার মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করার বিল পাশ করায়। সেই বিলে উল্লেখ রয়েছে যে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে একজন উপাচার্য নিয়োগের সার্ডচ কমিটিতে থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিঞ্জানের এক অধ্যাপকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘ইউজিসি স্পষ্ট বলে দিয়েছে সার্চ কমিটিতে কারা কারা থাকতে পারে। বিশ্ববিদ্যালয় গুলো ইউজিসির অধিন। কোথাও বলা নেই মুখ্যমন্ত্রীর প্রতিনিধি সার্চ কমিটিতে থাকবে।’’ মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিলে এখনও সম্মতি দেয়নি রাজভবন। অধ্যাপকের কথায় রাজ্য সরকারের এই আইনের ফাঁকে কাজে লাগাচ্ছে রাজভবন।
Comments :0