Accident Bangaon

ট্রাকের ধাক্কায় গৃহবধূর মৃত্যু বনগাঁয়

জেলা

বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক গৃহবধূর। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে যশোর রোডে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো ওই গৃহ বধূর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ১ নং রেলগেট সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধূর নাম লক্ষী বিশ্বাস। বাড়ি বনগাঁর সুভাষ পল্লী এলাকায়। 
পরিজনরা জানিয়েছেন, লক্ষী বিশ্বাস তাঁর মেয়ে কে কুমোদিনী স্কুলে পৌঁছে দিয়ে নিজে সাইকেল চালিয়ে যশোর রোড ধরে সুভাষ পল্লীর বাড়িতে ফিরছিলেন। এক নম্বর রেলে গেট পার হওয়ার পর দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় কলকাতার দিক থেকে বনগাঁর দিকে একটি ট্রাক বেপরোয়াভাবে আসিছিল। এক নম্বর রেলে গেটের কাছাকাছি আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ওই গৃহবধূকে ধাক্কামেরে ট্রাকটি রাস্তার ওপর উল্টে পড়ে। মাথায় গুরুতর আঘাত নিয়ে ওই মহিলাকে বনগাঁ হাসপাতালে পুলিশ নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মহিলার স্বামী কর্মসুত্রে ব্যাঙ্গালোর থাকেন। দুই মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন ওই মহিলা। বড় মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। আর ছোট মেয়ের বয়স ৯ মাস। এই ঘটনায়  উত্তেজনা তৈরী হয়। স্থানীয়দের বক্তব্য যশোর রোড এখন মরণ ফাঁদ হয়ে উঠেছে। পৌরসভা নির্বাচনের পর একের পর এক মৃত্যু ঘটনার পরও হুঁশ ফেরেনি সরকারের।

Comments :0

Login to leave a comment