isl

আইএসএলে ওড়িশাকে হারালো কেরালা

খেলা

আইএসএলের ম্যাচে  কেরালা হারিয়ে দিল ওড়িশা এফসি। 
এই মরশুমে কোচ বদলালেও  বদল হয়নি কেরালার পারফরম্যান্সে। নোয়া সাদইয়ের মতো স্ট্রাইকার দলে নিয়েও আশানুরূপ পারফরম্যান্স করতে পারছিল না। ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে কেরালা। শেষ ছয়ের আশা পূর্ণ করতে করতে এখন সবই ডু অর ডাই ম্যাচ কেরালার জন্য। 
ওড়িশাও চেনা ফর্মের ধারে কাছে নেই। আহমেদ জাহু , রয় কৃষ্ণরা জাদু দেখতে পারছেন না। তাঁদেরও লক্ষ্য ছিল ম্যাচটি জেতার। 
কিন্তু ওড়িশার বিরুদ্ধে দারুণ প্রত্যাবর্তন করলেন নোয়ারা। ৪ মিনিটে জেরির করা গোলে এগিয়ে যায় ওড়িশা। দ্বিতীয়ার্ধ জুড়ে পুরোটাই খেলল কেরালা। ৬০ মিনিটে পেপরাহ্, জিমেনেজ ৭৩ ও ৯৫ মিনিটে নোয়া গোল করেন। ৮০ মিনিটে দোরি গোল করলেও তা জেতার জন্য যথেষ্ট ছিল না । ৮৪ মিনিটে লাল কার্ড দেখেন ওড়িশার কার্লোস ডেলগাডো।

Comments :0

Login to leave a comment