নদীয়ার কল্যাণী মহকুমা আদালত চত্বরের বাইরে স্ত্রীকে খুন করার চেষ্টা চালালো স্বামী। ধারালো ছুরি দিয়ে স্ত্রীর পেটে আঘাত করল অভিযুক্ত। কল্যাণী জেএনএম হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি স্ত্রী। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ।
মঙ্গলবার কল্যাণী মহকুমা আদালতের বাইরে জখম মহিলার নাম রূপালী হালদার। অভিযুক্ত স্বামী সুমন সাহার বাড়ি নদীয়ার চাকদা থানার চাঁদুরিয়া এলাকায়।
পরিবার সূত্রে খবর, তিনদিন আগে অন্য একটি ছেলের সঙ্গে পালিয়ে যান ওই মহিলা। চাকদা থানায় মিসিং ডায়েরিও করা হয়। এদিন কল্যাণী মহকুমা আদালতে আসেন স্বামী ও স্ত্রী। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
Kalyani Family Dispute
কল্যাণী আদালত চত্বরে স্ত্রীর পেটে ছুরি স্বামীর
×
Comments :0