আগামী বছরের ফেব্রুয়ারি ১৯ তারিখ থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতা । প্রকাশিত হল তার সূচি । ১৯ তারিখের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দেশ পাকিস্তান ও নিউজিল্যান্ড করাচির আন্তর্জাতিক স্টেডিয়ামে । পরের দিন ২০ ডিসেম্বরে প্রথম নামবে ভারত । বাংলাদেশের বিরুদ্ধে তাদের ম্যাচ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে । ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত পাকিস্তান দ্বৈরথ । প্রথম সেমিফাইনাল হবে দুবাইয়ে ৪ মার্চ এবং দ্বিতীয় সেমিফাইনাল হবে ৫ মার্চ গদ্দাফি স্টেডিয়ামে । ৯ মার্চের ফাইনাল অনুষ্ঠিত হবে গদ্দাফি স্টেডিয়ামে তবে যদি ভারত ফাইনালে ওঠে তাহলে তা হবে দুবাইয়ে ।
১৯৯৮ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সবচেয়ে সফল দুটি দল হল ভারত ও অস্ট্রেলিয়া । দুই দলই জিতেছে ২ টি করে ট্রফি । ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান । ২০২৩ এর বিশ্বকাপে শ্রীলঙ্কা নবম স্থানে থাকায় তারা বাদ পড়েছে এই প্রতিযোগিতা থেকে ।
Comments :0