india vs england

বুধবার ইডেনে ভারত ইংল্যান্ডের বিশের যুদ্ধ

খেলা

indian crickrt team ছবি প্রতিকী

 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে বুধবার কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে সিরিজের প্রথম টিটোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। খেলা শুরু সন্ধ্যা ৭:০০টায়। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে মোট ৫টি ম্যাচ খেলবে সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারত। ইডেনে প্রথম ম্যাচের পর আগামী ২৫ তারিখ দ্বিতীয় ম্যাচে দুই দল মুখোমুখি হবে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে। তৃতীয় ম্যাচটি হবে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে ২৮তারিখ। ৩১ তারিখ চতুর্থ ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে নামবে দুই দল। ২ ফেব্রুয়ারি সর্বশেষ পঞ্চম ম্যাচে এই দুই দল মাঠে নামবে মুম্বইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে। বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে ভরাডুবির পর চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া হিসেবে এই সিরিজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভারতের জন্য। দলে তিলক ভার্মা ও সঞ্জু স্যামসাংয়ের মতো খেলোয়াড়রা রয়েছেন। এছাড়াও এই ম্যাচে ইডেনের চেনা পরিবেশে প্রত্যাবর্তন ঘটতে পারে মহম্মদ শামির। জস বাটলারের ইংল্যান্ড দলেও হ্যারি ব্রুক , বেন ডাকেট , ফিল সল্টদের সাথে রয়েছে ভবিষ্যৎ প্রজন্মের তারকা জ্যাকব বেথেল। বুধবার ইডেনের পিচে হাইস্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দলে যেমন বাটলার ,সল্ট , সূর্যকুমার , রিংকুর মতো পাওয়ার হিটাররা রয়েছেন, তেমনই বরুন ও রবি বিশনোইয়ের মত স্পিনারদেরও পরীক্ষা এই ম্যাচে।

এখনও  পর্যন্ত মোট ২৪বার টিটোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ভারত জিতেছে ১৪বার এবং ইংল্যান্ড ১১বার। ইডেনে এখনো পর্যন্ত এই দুই দলের মধ্যে মাত্র দুটি ম্যাচ হয়েছে। ২০১১ সালের ২৯অক্টোবরের সেই ম্যাচে ভারত হেরেগিয়েছিল ইংল্যান্ডের কাছে। ১২০ রানের লক্ষ্য মাত্র ৮বল বাকি থাকতেই পূরণ করে ফেলেছিল ইংল্যান্ড। সেই ম্যাচে অর্ধশতরান করে ম্যাচের সেরা হয়েছিলেন কেভিন পিটারসন। দ্বিতীয়টি ২০১৭ সালে। সেই ৫০ ওভারের ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ৫ উইকেটে।

Comments :0

Login to leave a comment