u-19 womens cricket world cup

মহিলাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সহজ জয় ভারতের

খেলা

under19 womens world cup  india  malaysia ছবি প্রতিকী থেকে

 

মালয়েশিয়ার কুয়ালালামপুরে  মালয়েশিয়ার বিরুদ্ধে সহজ জয় তুলে নিলো ভারতের মহিলা দল। ম্যাচে হ্যাটট্রিকসহ ৫টি উইকেট নেন  বৈষ্ণবী শর্মা । প্রথম ইনিংসে  ভারতের বোলিং দাপটে মালয়েশিয়ার ইনিংস শেষ হয় মাত্র ৩১ রানে। বৈষ্ণবীর সাথে সাথে আয়ুষী শুক্লা নেন ৩টি উইকেট। মাত্র ১৪.৩ ওভারেই ৩১ রানে শেষ হয় মালয়েশিয়ার ইনিংস। মাত্র ২.৫ ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ১২ বলে সর্বাধিক ২৭রান করেন তৃষা। এই জয়ের ফলে গ্রূপের শীর্ষে চলে গেল ভারত। শ্রীলঙ্কার সাথে ভারতের পয়েন্ট সমান হলেও নেট রানরেটে এগিয়ে ভারত। ভারতের রানরেট +৯.১ এবং শ্রীলঙ্কার +৫.৫ ।  

Comments :0

Login to leave a comment