Leopard

চিতাবাঘের আতঙ্ক বাগডোগরায়

জেলা

চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ি মহকুমার বাগডোগরার অদূরে ডিগরাভিটা গ্রামে। দিন দিন ওই গ্রামে চিতাবাঘের উপদ্রব ক্রমশ বেড়েই চলেছে। জানা গেছে, গ্রামের পাশের বহুদিনের চা বাগান পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর ওই পরিত্যক্ত চা বাগানের ঝোঁপ জঙ্গলেই চিতাবাঘ লুকিয়ে রয়েছে। বেশ কয়েক মাস থেকেই গ্রামের গবাদি পশু সহ হাঁস, মুরগি, ছাগল, শুয়োর উধাও হয়ে যাচ্ছে। পাশাপাশি গ্রামের গবাদি পশুদের ওপর হামলা চালাচ্ছে চিতাবাঘ। একের পর এক গরুর খুবলে খাওয়া দেহ উদ্ধারের ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। 
শুক্রবারও ডিগরাভিটা গ্রামের বাসিন্দা তাজিবুদ্দিন মহম্মদের বাড়ির একটি গরুর শরীরে চিতাবাঘের থাবার স্পষ্ট চিহ্ন দেখতে পান গ্রামবাসিন্দারা। চিতাবাঘের আক্রমণে ক্ষতবিক্ষত হলেও প্রাণে বেঁচে গেছে গরুটি। রক্তাক্ত গরুটিকে দেখে এদিন গ্রামে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত বাগডোগরা রেঞ্জ অফিসে খবর দেওয়া হলেও বনকর্মীরা ঘটনাস্থলে আসেনি বলে গ্রামবাসীদের অভিযোগ। তাজিবুদ্দিন অভিযোগ করেন, অনেক মাস ধরেই চিতাবাঘের আতঙ্কে আমরা আতঙ্কিত হয়ে রয়েছি। বারবার বনদপ্তরে জানানো সত্ত্বেও কোনরকম ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। কখন যে জঙ্গল থেকে বেরিয়ে গ্রামবাসীদের ওপর আক্রমন করবে সেই ভয়ে রয়েছি। চিতাবাঘ ধরতে দ্রুত গ্রামে খাঁচা পাতার দাবি জানিয়েছেন গ্রামের লোকজন।  এবিষয়ে বনদপ্তরের বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনম ভূটিয়া জানিয়েছেন, কন্ট্রোল রুমে চিতাবাঘের উপদ্রবের খবর এসেছে। বিষয়টা দেখছি।
 

Comments :0

Login to leave a comment