indian premier league

স্টার্কের স্টার পারফরম্যান্সে জমজমাট দিল্লি

খেলা

mitchel starcs star performance

রবিবার সানরাইজার্স হায়দরাবাদকে হারায় দিল্লি ক্যাপিটালস।স্টার পারফরমেন্স করেছেন মিচেল স্টার্ক। গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খুব দেরিতে পিকে এলেও। এই বছর জার্সি বদল করে প্রথম থেকেই পিচে আগুন জ্বালানো আরম্ভ করেছেন স্টার্ক। হায়দরাবাদের বিরুদ্ধে মোট ৫টি উইকেট নেন স্টার্ক। আউট করেন তার দেশোয়ালি ট্র্যাভিস হেডকে ( ২২রান )।  এছাড়াও ইশান কিষান ( ২ রান ) , নীতিশ কুমার রেড্ডি ( ০রান ) ,মুল্ডার ( ৯রান ) এবং হার্শাল প্যাটেলকেও আউট ( ৫রান )। জার্সি বদলালেও বদল হয়নি স্টার্কের চরিত্রের। ৩৫বছর বয়সে এসে এখনও ২২ গজে ব্যাটারদের ত্রাস তিনি। ৩৫রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন স্টার্ক। পাওয়ারপ্লে তে নিয়েছেন ৩টি উইকেট। তার এই আগুন ঝলসানো পারফরম্যান্সই দিল্লির জয়ের কারণ। অজিদের ক্রিকেট ইতিহাসে ফাস্ট বোলারদের রমরমা বরাবরই বেশি। গ্লেন ম্যাগরা , ব্রেট লি , মিচেল জনসন থেকে শুরু করে বর্তমানে প্যাট কামিংস ,স্টার্করা বিস্তার করেছেন বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার একাধিপত্য। তাই এখন আইপিএলও গ্রহণ করছে এই  ফাস্ট বোলারদের আধিপত্য দেখার স্বাদ।   

Comments :0

Login to leave a comment