শিলিগুড়ির সকল নাট্যদলের সম্মিলিত প্রয়াস ২২তম শিলিগুড়ি নাট্য মেলা ২০২৫’কে সামনে রেখে ‘নাটকের জন্য হাঁটুন’ পদযাত্রা হয়েছে। বুধবার দুপুরে শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে দীনবন্ধু মঞ্চের সামনে এসে শেষ হয়। ২জানুয়ারি থেকে ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির পক্ষে শিলিগুড়ি নাট্যমেলা’ স্লোগানকে সামনে রেখে শুরু হতে চলেছে সপ্তাহব্যাপী শিলিগুড়ি নাট্য মেলা ২০২৫। দীনবন্ধু মঞ্চে ২জানুয়ারি সন্ধ্যায় এই নাট্যমেলার উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও চলচ্চিত্র অভিনেতা দেবদূত ঘোষ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য নাট্যব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। নাট্য মেলার সমাপ্তি হবে ৮জানুয়ারি। এদিনের পদযাত্রায় হেঁটেছেন নাট্য মেলার প্রধান পৃষ্ঠপোষক অশোক ভট্টাচার্য, নাট্য মেলা কমিটির প্রধান উপদেষ্টা মন্ডলীর সদস্য সঞ্জীবন দত্ত রায়, সভাপতি ড. তপন চট্টোপাধ্যায়, যুগ্ম সম্পাদক পল্লব বসু, জয়দীপ বড়াল প্রমুখ। এছাড়াও শহরের বিভিন্ন নাট্য কর্মী, নাটকের দলের সদস্যরা, নৃত্য, সঙ্গীত, বাচিক শিল্পী সহ আরো নাট্যমোদী মানুষ এদিনের বর্নাঢ্য পদযাত্রায় পা মিলিয়েছেন।
নাট্য মেলার সফলতা কামনা করে নাট্য মেলার প্রধান পৃষ্ঠপোষক অশোক ভট্টাচার্য বলেন, সাতদিনের এই নাটকের মেলায় অনেক দর্শক দর্শকাসনে বসে নাটক দেখবেন। নাটক নিয়ে দর্শকরা আলোচনা ও চর্চা করবেন। নাটকের দর্শক সংখ্যা বৃদ্ধি পাবে এমনটাই আশা রাখছি।
নাট্যমেলার প্রথমদিনে ২জানুয়ারি শিলিগুড়ির সমস্ত নাটকের দলগুলির কুশিলবদের নিয়ে সম্মিলিতভাবে শিলিগুড়ি নাট্যমেলা সমন্বয় নাম দিয়ে প্রযোজিত রচনা রতন কুমার দাস, আবহ কুন্তল ঘোষ, পল্লব বসুর সম্পাদনা ও নির্দেশনায় উদ্বোধনী নাটক ‘ফুটুস’ মঞ্চস্থ হবে। ৩জানুয়ারি হবে গৌতম হালদার অভিনয় ও নির্দেশনায় এবং নয়ে নাটুয়া প্রযোজনায় রতন কুমার দাসের নাটক ‘দুসরা’ এবং ৪জানুয়ারি হবে কোলকাতার উষ্ণিক প্রযোজিত নাটক ‘ভূত’। নির্দেশনায় ঈশিতা মুখোপাধ্যায় এবং অভিনয় কেন্দ্রে রয়েছেন দেবশঙ্কর হালদার ও শুভাশীষ মুখার্জি। ৫জানুয়ারি কোলকাতার টুইস্ট প্রযোজিত এবং বিপ্লব বন্দোপাধ্যায়ের নির্দেশনায় রতন কুমার দাসের নাটক ‘বনস্পতির ছায়া’ হবে। অভিনয়ে থাকবেন দেবশঙ্কর হালদার। ৬জানুয়ারি হবে কোলকাতার ইচ্ছেমতো প্রযোজিত এবং সৌরভ পালোধীর নির্দেশনায় উৎপল দত্তের নাটক ‘ঘুম নেই’। ৭জানুয়ারি চাকদহ নাট্যজন প্রযোজিত এবং সুদীপ্ত দত্ত নির্দেশিত, উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাটক ‘মালা ও মল্টি’ মঞ্চস্থ হবে। অভিনয়ে থাকবেন সঞ্জীব সরকার ও বিন্দিয়া ঘোষ। ৮জানুয়ারি বালিগঞ্জ স্বপ্নসূচনা প্রযোজিত ও অতনু সরকার নির্দেশিত সমরেশ মজুমদারের নাটক ‘তিন নম্বর চোখ’ মঞ্চস্থ হবে। ওইদিনই নাট্য মেলার সমাপ্তি হবে।
Siliguri Natyamela 2025
শিলিগুড়ি নাট্যমেলার উদ্বোধন ২ জানুয়ারি
×
Comments :0