আজ ২৮মার্চ । মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেল্পস নিজের অষ্টম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন আজকের দিনে। ২০০৮ বেজিং অলিম্পিকে এই পদক জিতেছিলেন মাইকেল। তখন তার বয়স ছিল ২৩ বছর। সাঁতারু হিসেবে তিনি ভেঙেছিলেন মার্ক স্পিৎজের রেকর্ড। ১৯৭২ মিউনিখ অলিম্পিকে এই বিখ্যাত মার্কিন সাঁতারুও একটি ইভেন্টে অনেক স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়েছিলেন। তবে এই অষ্টম পদক জয়ের রাস্তা মোটেই সহজ ছিলনা। প্রায় ১৭টি রেসে ফেল্পস লড়াই করেছিলেন মাত্র ৯দিনের ব্যবধানে। নিজের বাটারফ্লাই স্ট্রোকের মাধ্যমে যেন এক শৈল্পিক আলপনা অঙ্কন করতেন ' ফ্লাইং ফিশ ' নামে খ্যাত এই কিংবদন্তি সাঁতারু। আটবার অলিম্পিক স্বর্ণপদক জয় ছাড়াও মোট ৮বার জিতেছেন বিশ্বের সেরা সাঁতারুর পদক । বর্তমানে ৩৯ বছর বয়স ম্যারিল্যান্ডে জন্মানো এই সাঁতারুর ।
Comments :0