Siliguri Christmas

বড়দিনে ভিড় শিলিগুড়ির সাফারি পার্ক, বিজ্ঞান কেন্দ্রে

জেলা

বুধবার সকাল থেকেই বড়দিনের আনন্দে মেতে উঠেছে শহর শিলিগুড়িবাসী। এদিন সকাল থেকেই কচিকাঁচাদের সঙ্গে বড়রাও ভিড় জমিয়েছিলেন বেঙ্গল সাফারি পার্কে, মাটিগাড়ার উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে। 
এছাড়া শিলিগুড়ির মহানন্দা পাড়ার সূর্য সেন পার্ক,ডাবগ্রামের শিলিগুড়ি পার্কে ব্যাপক জনসমাগম হয়। বড়দিনের দিন থেকেই শিলিগুড়িতে পিকনিকের মরশুম শুরু হয়। দুধিয়া, সেভক, গজলডোবা, ফুলবাড়ি ক্যানেল সহ ডুয়ার্সের একাধিক নদীর ধারে বহু মানুষকে পিকনিক করতে দেখা যায়।

Comments :0

Login to leave a comment