Trump Protest USA

ফের বিক্ষোভ, আমেরিকার ৭০০ জায়গায় বিক্ষোভ ট্রাম্পের বিরুদ্ধে

আন্তর্জাতিক

দু’সপ্তাহের মধ্যে ফের বিক্ষোভে ভাসল আমেরিকা। এবার প্রতিবাদের কেন্দ্রে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি। 
কিলমার আরমান্ডো আবরেগো গার্সিয়াকে মেরিল্যান্ড থেকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এল সালভাদোরে। আদালত তাঁকে আমেরিকায় থাকার অনুমতি দিলেও ট্রাম্প প্রশাসন সেসব অগ্রাহ্য করে স্রেফ তুলে পাঠিয়ে দিয়েছে।
ভারতীয় সময়ে, রবিবার, ওয়াশিংটনে রাষ্ট্রপতি ভবন হোয়াই হাউসের সামনে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন প্রতিবাদে। তাঁরা বলছেন, ‘‘অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে আইন কানুনের তোয়াক্কা না করে। আসলে প্রতিবাদী সব নাগরিককে ভয় দেখানো হচ্ছে।’’ প্রতিবাদীরা স্লোগান দিয়েছেন, ‘শেম’- ট্রাম্প প্রশাসনের কাজকর্ম লজ্জার।
এর আগে, ৫ এপ্রিলের জমায়েতে, ট্রাম্পের কর্মী ছাঁটাই, কর্তৃত্ববাদ ক্ষোভের কেন্দ্রে এসেছিল। এদিনও সেসব নিয়ে হয়েছে পোস্টার, ব্যানার। দাবি উঠেছে গণতন্ত্রের পক্ষে। পোস্টারে লেখা হয়েছে, ‘গণতন্ত্রকে বিক্রি করা চলবে না।’
আয়োজক ‘৫০৫০১’ নামে একটি মঞ্চ বলেছে, দিন পনেরো আগের তুলনায় ওয়াশিংটন বা নিউ ইয়র্কের মতো বড় শহরে জমায়েত খানিক কম। কিন্তু এবার আমেরিকার আরও বেশি অংশে হয়েছে বিক্ষোভ। অন্তত ৭০০ জায়গায় দলবেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নাগরিকরা।

Comments :0

Login to leave a comment