Kanchanjungha Express Collision

ট্রেন দুর্ঘটনার দায় মালগাড়ির চালকের উপর চাপালো রেল

রাজ্য

সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবল পড়েছে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পিছন থেকে মালগাড়ির ধাক্কায় তিনটি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি সূত্রে খবর এই ঘটনায় আপাতত ৮ জনের মৃত্যু হয়েছে। রেলওয়ে বোর্ডের সিইও জয়া বর্মা সিনহা জানিয়েছেন, দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক এবং অ্যাসিসট্যান্ট লোকো পাইলট। মৃত্যু হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের। সার্বিকভাবে রেলের তিনজন কর্মীর মৃত্যু হয়েছে। পাঁচজন যাত্রী মারা গিয়েছেন। তবে সংবাদসংস্থা সূত্রে খবর ট্রেন দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘার গার্ড, মালগাড়ির চালক, সহ চালক সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জন। ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে থামবে তা বোঝা যাচ্ছে না। কারণ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ক্রমশ বাড়ছে আহতদের সংখ্যা।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার যাবতীয় দায় মালগাড়ির চালকের উপর চাপালেন জয়া বর্মা সিনহা। তিনি দাবি করলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে যে গাফিলতিতে দুর্ঘটনা ঘটেছে। সিগন্যাল না মেনেই এগিয়ে যায় মালগাড়ি। তার জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছে। আর ওই লাইনে কবচ সিস্টেম ছিল না। ওই লাইনে পরবর্তী ধাপে কবচ সিস্টেম বসানো হবে। যদিও পূর্ণাঙ্গ তদন্তের পর পুরো বিষয়টি বোঝা যাবে। পাশাপাশি জয়া বর্মা সিনহা এও জানান, উদ্ধারকাজ শেষ হয়ে গিয়েছে। এখন লাইন ফের চালু করার কাজ শুরু হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে বগিগুলি ঠিক আছে, সেগুলিকে ডিজেল ইঞ্জিন দিয়ে নিয়ে যাওয়া হবে।

Comments :0

Login to leave a comment