sfi demand free palestine

যুদ্ধবিরতির দাবিতে লন্ডনের মিছিলে এসএফআই-ও

আন্তর্জাতিক

এক বছরেও থামেনি গণহত্যা। গাজায় ইজরায়েলের আগ্রাসনের প্রতিবাদ হচ্ছে বিশ্বজুড়ে। লন্ডনেও হয়েছে প্রতিবাদ। মিছিলে যুক্ত হয়েছে এসএফআই ইউকে ইউনিট। প্যালেস্তাইনকে মুক্ত করার দাবিতে লন্ডনের রাস্তায় যুদ্ধবিরতির স্লোগানে স্বর মিলিয়েছে এই ছাত্র সংগঠন।
৭ অক্টোবর প্যালেস্তাইনে ইজরায়েলের আগ্রাসন পর্বের আক্রমণের এক বছর পূর্ণ হবে। ইজরায়েল আন্তর্জাতিক আইন, মানবাধিকারের বিধি উপেক্ষা করে গণহত্যা ও আগ্রাসনের নীতি চালিয়ে যাচ্ছে। মূলত প্রতিবেশী রাষ্ট্রগুলিকে দখল করে মূল উদ্দেশ্য। মার্কিন সাম্রাজ্যবাদ ইজরায়েলকে প্রতিনিয়ত সাহায্য করে চলেছে। ইজরায়েলের এই চলমান আক্রমণ ও দখলদারিকে প্রতিহত করে প্যালেস্তাইনে শান্তি ফিরিয়ে আনতে ৫ অক্টোবর লন্ডনে বহু প্রগতিশীল গোষ্ঠী, শ্রমিক সংগঠন, শিক্ষক সমিতি ও ছাত্র সংগঠন এবং সাধারণ মানুষ মিছিলে যোগ দেন। 
প্রসঙ্গত, গোটা বিশ্ব জুড়ে ৩৬টি দেশে ৬০টিরও বেশি শহর জুড়ে প্রায় কয়েক লক্ষ্য মানুষ সাম্রাজ্যবাদী ইজরায়েলের বিরুদ্ধে পথে নামছেন। ভেনেজুয়েলা, ফিলিপিন্স, ইন্দোনেশিয়াতে মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের সহযোগী রাষ্ট্র গুলোর বিরুদ্ধে মানুষ ধিক্কার মিছিল সংগঠিত করেছেন।

Comments :0

Login to leave a comment