SFI

বিচার চেয়ে সই সংগ্রহে এসএফআই

রাজ্য জেলা

শনিবার থেকে শুরু হল তিলোত্তমার বিচার চেয়ে, সোদপুর ট্রাফিক মোড়কে তিলোত্তমা মোড় নামকরণ সহ বিভিন্ন দাবীতে এসএফআই উত্তর চব্বিশ পরগণা জেলা কমিটির ডাকে স্বাক্ষর সংগ্রহ অভিযান। প্রথম সই করলেন তিলোত্তমার মা ও বাবা। তারপর তার স্কুল চন্দ্রচূড় গার্লসের ছাত্রী ও শিক্ষিকা ও অভিভাবকেরা। সোদপুর স্টেশন চত্ত্বরেও হয় সই সংগ্রহ। 

এসএফআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী এক মাস ধরে জেলার প্রতিটি প্রান্তে চলবে এই স্বাক্ষর সংগ্রহ কর্মসূচী। মোট ১ লাখ সই সংগ্রহ করার পরিকল্পনা আছে এসএফআইয়ের। এই সব সই নিয়ে ডিসেম্বরে সোদপুর থেকে হেঁটে বারাসাত অবধি ডিএম অফিসে জমা করা হবে।

এসএফআইয়ের দাবি সোদপুর ট্রাফিক মোড়ের নাম সরকারিভাবে তিলোত্তমা মোড় করতে হবে। দ্বিতীয়, তিলোত্তমার বিচার চাই। নির্যাতনকারীদের, খুনীদের এবং আড়ালকারীদের শাস্তি চাই। তৃতীয়, রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ সহ সর্বত্র হুমকি ও ভয় দেখানোর' সংস্কৃতি ও 'ধর্ষণ সংস্কৃতি' বন্ধ করতে হবে। চতুর্থ, কলেজে কলেজে থ্রেট কালচারের ধারক ও বাহক তৃণমূলের অবৈধ ছাত্র সাংসদ বিলুপ্ত করতে হবে। পঞ্চম, স্কুলে জীবনশৈলী ও যৌনশিক্ষার ক্লাস ফেরাতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ও শিক্ষকদের উপর কোনও নির্যাতন হলে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পকসো ও বিশাখা কমিটি গঠন করতে হবে। ষষ্ট, শিক্ষাকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাখতে হবে। লেখাপড়া খরচ কমাতে হবে। 

Comments :0

Login to leave a comment