BSF Seized Silver Jewellery

সীমান্তে উদ্ধার বিপুল পরিমাণ রূপোর গহনা, গ্রেপ্তার এক

জেলা

সীমান্তে উদ্ধারকৃত রূপোর গহনা।

কথায় বলে বজ্র আঁটুনি ফস্কা গেরো। ঠিক তেমনি ঘটনার প্রতিচ্ছবি ফুটে উঠলো উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের স্বরূপনগরের ক্যানভাসে। বিএসএফের কড়া নজরদারি সত্ত্বেও বাংলাদেশ থেকে সোনা এবং ভারত থেকে বাংলাদেশে রূপো পাচারকারীরা আজও সক্রিয়। তার প্রমাণ পাওয়া গেল ফের সীমান্তে বিএসএফের বিপুল পরিমাণ রূপোর গহনা উদ্ধারে। বিএসএফের জালে এক পাচারকারী। তল্লাশি চালিয়ে উদ্ধার ১০ কেজি ৮৩০ গ্রাম ওজনের রূপোর গহনা। স্বরূপনগরের বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দকাটি সীমান্তের ঘটনা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার অসিত মন্ডল নামে এক পাচারকারী মোটরবাইকের তেলের ট্যাংকির নিচে লুকিয়ে ১০ কেজি ৮৩০ গ্রাম রুপোর গহনা বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল। সেই সময় বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর তারালি সীমান্তের জোয়ানদের সন্দেহ হয়। বাইকে তল্লাশি করতেই মোটরবাইকের তেলের ট্যাংকির নিচ থেকে বেরিয়ে আসে ১০ কেজি ৮৩০ গ্রাম রুপোর গহনা। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৮ লক্ষ ৩৬ হাজার ৭৬ টাকা। অন্যদিকে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর হাকিমপুর সীমান্তের জোয়ানরা সীমান্তে সোনাই নদীতে টহল দেওয়ার সময় একটি সন্দেহজনক প্লাস্টিকের ব্যাগ দেখতে পায়। ব্যাগটি উদ্ধার করে তল্লাশি করতেই প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে বেরিয়ে আসে ৯ কেজি ৬৫৩ গ্রাম রুপোর গহনা। যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৩৩ হাজার ৭৬ টাকা। উদ্ধারকৃত রূপোর গহনাগুলি সোমবার শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

Comments :0

Login to leave a comment