বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে অ্যামাজনের কর্মীরা। আশানুরুপ সাড়া না পেয়ে আমেরিকায় ধর্মঘটে আমাজনের হাজার হাজার শ্রমিক। আমাজনের অন্তত সাতটি কারখানায় বৃহস্পতিবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন প্রায় দশ হাজার শ্রমিক। মালিকপক্ষের সঙ্গে মজুরি ও অন্যান্য বিষয়ে একাধিক শ্রমিক সংগঠনের তরফে নির্দিষ্ট আলোচনা এবং রফার দাবি করা হয়েছে। রবিবার পর্যন্ত মালিকপক্ষকে সময় দেওয়া হয়। কিন্তু ওই সময়ের মধ্যে শ্রমিক সংগঠনগুলির সঙ্গে মালিকপক্ষ কোন বৈঠকে বসেনি বলে অভিযোগ। তারপরেই তারা ধর্মঘটের ডাক দেয়। শ্রমিক সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, নিউ ইয়র্কের পাশাপাশি শ্রমিকরা আটলান্টা, দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো এবং ইলিনয়ের শ্রমিকরা ধর্মঘটে অংশ নেবেন। ইতিহাসে অ্যামাজন কর্মীদের এটা সবচেয়ে বৃহত্তম ধর্মঘট বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে। বিক্ষোভকারীরা অ্যামাজনের কাছ থেকে বেতন বৃদ্ধি, উন্নত কর্মপরিবেশ এবং ট্রেড ইউনিয়ন গঠনের অনুমতির দাবি জানিয়েছে।
Amazon Workers Strike
আমেরিকায় ধর্মঘটে অ্যামাজনের হাজার হাজার কর্মী
×
Comments :0