Trent Alexander Arnold

রিয়ালের পথেই এবার হয়তো আর্নল্ড

খেলা

trent alexander arnold will come to real madrid for free in this summer transfer window

লিভারপুলের তারকা রাইট ব্যাক আলেক্সজান্ডার আর্নল্ডকে একপ্রকার পাকা করেই ফেলেছে রিয়াল মাদ্রিদ। বেশ কয়েকদিন ধরেই কার্ভাহালের বদলি হিসেবে একজন রাইট ব্যাক পজিশনের খেলোয়াড়কে চাইছিল লস ব্ল্যাঙ্কসরা । আর্নল্ড ও আলফান্সো ডেভিসকে নেওয়ার ব্যাপারে গত মরশুম থেকেই কোমর বেঁধে নেমেছিল রিয়াল মাদ্রিদ। আলফান্সো ডেভিস বায়ার্নের সঙ্গে চুক্তি নবীকরণ করলেও আর্নল্ড মে মাসের শেষে লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরেই হয়তো যোগ দিতে চলেছেন রিয়াল মাদ্রিদে। ভিনি , রড্রিগো , এম্ব্যাপে , বেলিংহামের সঙ্গে এবার আর্নল্ড যুক্ত হলে এক নতুন ' গ্যালাক্টিকোস ' গঠন সম্পূর্ণ হবে রিয়ালের।  

Comments :0

Login to leave a comment