বিশ্বভারতীর অধ্যাপক মানস মাইতি উপাচার্যের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন। তার হয়ে মামলা লড়েন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং শামিম আহমেদ। মামলাকারী অধ্যাপকের অভিযোগ অনৈতিক ভাবে বিদ্যুৎ চক্রবর্তী তাঁকে একটি প্রকল্প থেকে সরিয়ে দেন।
উল্লেখ্য ২০২১ সালে উপাচার্যের সিদ্ধান্তের বিরোধিতা করায় আটকে রাখা হয়েছিল ইংরেজি বিভাগের অধ্যাপকদের। সেই সময় অধ্যাপক মাইতি পুলিশি সাহায্য নিয়ে নিজের সহকর্মীদের বাইরে আনেন। তারপরই তাকে বিজ্ঞানের একটি প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়। যা উপাচার্যের নির্দেশে হয়। এছাড়া তাকে শোকজ করে জানতে চাওয়া হয় যে তিনি কেন অন্য বিভাগের বিষয়ে হস্তক্ষেপ করেছেন। সেই শোকজের চিঠিকে ভিত্তি করেই আদালতের দ্বারস্থ হন অধ্যাপক।
Comments :0