Jamshedpur

জামশেদপুরে জারি ১৪৪ ধারা

জাতীয়

সাম্প্রদায়িক উত্তেজনার কারণে জামশেদপুরের শাস্ত্রীনগরে জারি হলে ১৪৪ ধারা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাঁধে যার জেরে আগুন লাগিয়ে দেওয়া হয় দুটি দোকান এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা রিক্সায়। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রনে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয় পুলিশকে।

রাম নবমী বা হনুমান জয়ন্তীর মিছিলের জন্য সংঘর্ষ বাঁধেনি। ধর্মীয় পতাকার অবমাননার অজুহাতে উত্তেজনা তৈরি হয়। সেখান থেকেই দুই পক্ষের মধ্যে শুরু হয় পাথর ছোঁড়া। স্থানীয় পুলিশ আধিকারিক পীযুষ সিনহা জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি জানিয়েছেন শনিবার রাতে রামনবমীর জন্য যেই পতাকা লাগানো হয়েছিল তার তলায় মাংসের টুকরো পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে উত্তেজনা শুরু হলে রবিবার তা চরম আকার ধারন করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকায় যাতে ফের নতুন করে কোন অশান্তি না হয় তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।   

Comments :0

Login to leave a comment