সোমালিয়ার তটরেখার কাছে জাহাজে ঢুকে পড়েছে সশস্ত্র দুষ্কৃতীরা। সেই জাহাজেরই নৌকর্মীদের মধ্যে রয়েছে ১৫ ভারতীয়। জানা গিয়েছে, ভারতীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই-কে পুরো ঘটনার নজরদারির দায়িত্ব দিয়েছে।
যে জাহাজ হাইজ্যাক করা হয়েছে তা যদিও ভারতের নয়। লাইবেরিয়ার এই জাহাজ ‘এমভি লীলা নরফক’-এ কর্মরত ওই ভারতীয়েরা। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে যে যুদ্ধজাহাজ থেকে বিমান পাঠানো হয়েছে পরিস্থিতির নজরদারির জন্য।
বৃহস্পতিবার সন্ধ্যাতেই ওই জাহাজটি বিপদসঙ্কেত পাঠিয়েছিল বলে জানা গিয়েছে। বিপদবার্তায় বলা হয় যে ৫-৬ জনের দুষ্কৃতীদল জাহাজে ঢুকে পড়েছে। শুক্রবার সকালে বিমান পাঠিয়েছে নৌবাহিনী।
বাণিজ্যিক জাহাজটি ব্রাজিলের পোর্ট ডি আকো থেকে বাহরিনের খলিফা বিন সলমন বন্দরে যাওয়ার পথে দুষ্কৃতীদের কবলে পড়ে।
SOMALIA HIJACK INDIANS
সোমালিয়ার কাছে ১৫ ভারতীয় সমেত দুষ্কৃতীদের দখলে জাহাজ
×
Comments :0