Soharai Utsav

সহরায় পরবে অরণ্য রক্ষার বার্তা

জেলা

আদিবাসীদের সহরায় পরব। ৫ দিন ধরে চলে এই উৎসব। উম, বঙ্গাবুরু, ঘুন্টাউ, ঘুন্টিচেঙে ও জালে। ঘর দুয়ার থেকে শুরু করে চাষের যন্ত্রপাতি, গোয়ালঘর সবকিছুই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ঘরের আঙিনা,দেওয়াল সেজে ওঠে রঙিন সাজে। এবার সেই সহরায় উৎসবে ধামসা মাদলের সুরে নাচের তালে তালে অরণ্য রক্ষার বার্তা দিলেন আদিবাসী জনজাতির মানুষজন। পুরুলিয়ার কোটশিলা ব্লকের সিমনি বিটের ডিমু গ্ৰাম লাগোয়া জারাটাঁড়ের  জাহেরথানের জঙ্গলের মাঝে বুধবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনের সেই উৎসব। আদিবাসী সংস্কৃতি, পরম্পরা মেনে জঙ্গল রক্ষা করার বার্তা দেওয়ার জন্যই তাদের এই উদ্যোগ। সেই উদ্যোগে শামিল হয়েছেন বহু মানুষজন। সহরায় পরবের মধ্যে জঙ্গল রক্ষার যে বার্তা আদিবাসী মানুষরা  দিচ্ছেন তাতে সাধুবাদ জানিয়েছেন বনদপ্তরের আধিকারিকরা। তাদের বক্তব্য সকলের মিলিত প্রচেষ্টাতেই জঙ্গল রক্ষা পেতে পারে।
সিমনি বিটের জঙ্গল এমনিতেই ঘন। তবুও দেখা যায় মাঝেমধ্যে কাঠ চোরা শিকারীর দল জঙ্গলের গাছ কেটে নিয়ে যাচ্ছে। আদিবাসী মানুষজনের সঙ্গে  ওতপ্রোতভাবে জড়িয়ে আছে জঙ্গল। সেই জঙ্গলকে রক্ষা করার জন্যই তারা এবার সহরায় পরবে জঙ্গলের মাঝে ধামসা মাদলের সুর তুলে গান গাইতে গাইতে নাচতে নাচতে সমস্ত মানুষের কাছে সবুজ রক্ষার আহ্বান জানালেন। পরিবেশকে আরো সুন্দর করার জন্য তারা গানের মধ্য বললেন আরও বেশি সংখ্যক গাছ যাতে লাগানো হয়। উৎসবের মধ্যেও সামাজিকতার ও সচেতনতার এই নিদর্শনে খুশি সকলে। 

Comments :0

Login to leave a comment