Pakistan

পাকিস্তানে বাসে আগুন, মৃত ১৬

আন্তর্জাতিক

Pakistan


পাকিস্তানে একাটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। তাদের পিন্ডি ভাট্টিয়ান এবং ফয়সালাবাদ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা ঘটেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের পিন্ডি ভাটিয়ান শহরে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রবিবার সকালে ভাটিয়ানের কাছে ফয়জলাবাদের সড়কে দুর্ঘটনাটি ঘটে। পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখী সংঘর্ষ হয়। যার জেরে বাসটিতে আগুন লেগে যায়। বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে করাচি থেকে ইসলামাবাদের দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যান ও বাসের চালকের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। নিহতদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি নজরে আসতেই স্থানীয় মানুষ ঘটনাস্থলে গিয়ে বাসের জানালা ভেঙে যাত্রীদের উদ্দার করেন। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। 


পাকিস্তানের এক পুলিশ আধিকারীক জানিয়েছেন, ডিজেল ড্রাম বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসটির সংঘর্ষের কিছুক্ষনের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। ঘটনায় দুই চালক সহ ১৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় ১৫ জন জখম হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।


 

Comments :0

Login to leave a comment