Kabita Gouri Sengupta

মুক্তধারা কবিতা গৌরী সেনগুপ্ত

সাহিত্যের পাতা

Kabita Gouri Sengupta 20 may

সমাধান

গৌরী সেনগুপ্ত

 

 

 

গোপনে আ –ভূমি  কাড়ে কেড়ে নেয় বসন্ত বয়স
মুখের রেখায় কিংবা বিষ হয়ে ফুলে ওঠে শিরা
মহোৎসবে নীল  হয়ে চেয়ে নেয় কৃতিত্ব বা যশ
ওদিকে খিদের জ্বালা কালকালান্তর ঘেঁটে দিশাহারা ।

 

 

 

শিকড়ে শিকড়ে জমে রোদশূন্য শস্যের শরীর
কারা যেন ঝড়ের ভেতরে ছোঁড়ে প্রতিভাকে
প্লাবণে বাঁধ দেয় বুকের লক্ষ্যে হয় স্থির
ক্রমশ স্পষ্ট হয় উন্নয়ন জমেছে আরকে ।

 

 

তবু  দেখি হে নগর তিলোত্তমা ভাস্বতী মোহিনী
রাজপথে রাতগুলো উদাসীন সবটাই স্মৃতি 
আত্মোপতনের পলি জমে যায় ঘিরে চেতাবনি
আতুর বাতাস দেয় ধিক্কার অগত্যা মুক্তি ।

 

 

প্রাচীরের মতো ধ্বসে যা কিছু ব্যাকুল বিশ্বাস
স্নায়ু থেকে নেমে যায় ইতস্তত পাপের ইশারা
পটভূমিকায় ছিল যত কিছু উপদ্রব শ্বাস
পশ্চিমি তরঙ্গে যত দেশি অপ্সরা ।

 

 

তৃতীয় ভূবন এক দিতে চায় পুনর্বাসন
শিলাখণ্ডে নেমে আসে ভবিতব্য দিশা
জীবনানন্দ খুঁজি ঘাসে ঘ্রাণ দীর্ঘ আলাপন
হৃপিণ্ডে তুনীর আর চোখের মণিতে পিপাসা ।

 

 

 

 

 

 

 

Comments :0

Login to leave a comment